বিষণ্নতার বিষয়ে

জীবনে কখনও না কখনও অনেকেই বিষণ্নতাবোধে আক্রান্ত হয় তবে কয়েকজনের জন্য এটা সুতীব্র অনুভূতি হয়ে ওঠে ও দীর্ঘ সময় যাবত থাকে৷

এই জাতীয় বিষণ্নতাবোধ সাধারণভাবে চলে যান না, ঐ ব্যক্তিকে হাসিখুশী থাকতে বললে বা নিজেকে সামলাতে বললে বিশেষ উপকার হয় না

৷ ব্যাপারটা তেমন সহজ নয়৷

তবে আশা আছে

৷ বিষণ্ণতা এক চিকিত্সাগত সমস্যা, সাধারণত এর চিকিত্সা করা সম্ভব৷ ডাক্তার ওষুধ বা থেরাপির বা উভয়ের পরামর্শ দিতে পারেন৷

জরুরী কথাটা হল সাহায্য নেওয়া৷

যে উপসর্গগুলির ব্যাপারে সজাগ থাকতে হবেঃ

  •          মনমরা ভাব – প্রতিদিন, সারা দিন
  •          হঠাত মনমেজাজ পরিবর্তন, কখনও উত্ফুল্ল, কখনও বা বিষণ্ন
  •          কর্মশক্তির অভাব ও জীবনে উত্সাহ হারানো
  •          বদমেজাজ ও অধৈর্য হয়ে যায়ও
  •          ঘুমের প্যাটার্নে ব্যাঘাত – খুব বেশী বা কম ঘুম
  •          গুরুত্বপূর্ণ ওজন হ্রাস বা বৃদ্ধি
  •          নিজেকে অপদার্থ মনে করা ও অপরাধবোধ
  •          মনোযোগের ও স্পষ্ট ভাবনাচিন্তা করায় অসুবিধা
  •          যৌন আগ্রহ হারানো
  •          মৃত্যু ও আত্মঘাতী হওয়ার বিকল্প নিয়ে ভাবনাচিন্তা

আপনার পরিচিত কেউ যদি দীর্ঘ দিন যাবত্ বিষণ্নতায় ভোগেঃ

তাকে ডাক্তার বা স্বাস্থ্যপরিচর্যা বিশেষজ্ঞের কাছে যেতে বলুন

তার কাছে, তার সঙ্গে থাকবেন৷ কিভাবে সাহায্য করা যায় পৃষ্ঠা পড়ুন৷

Do you want to contact Befrienders Worldwide?

Contact the Befrienders Worldwide member in your own country if there is one.

Find a support centre

If there are no Befrienders Worldwide members in your own country, click on the link below to find further help.

Further Support

As proud sponsors of Befrienders, we're committed to supporting their vital work. At Vavada, we offer an unparalleled gaming experience with top-notch security, generous bonuses, and a wide variety of games to suit every taste. Join us and enjoy the benefits that come with our partnership, bringing both excitement and reliability to your entertainment.